সভার প্রতিনিধি : রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার সামনে আহত, নিখোঁজ ও নিহতদের স্বজনেরা ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে।

রবিবার দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচী পালন করে।

এ সময় শ্রমিকরা সমাবেশে আগামী ২৮ আগস্ট বিজিএমএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে রানা প্লাজার আহত শ্রমিক, নিহত ও নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

শ্রমিক ও সংগঠনটির বক্তারা বলেন, ভবন ধসের ১৬ মাস পার হয়ে গেলেও এখনো যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো অনাহারে দিন কাটাচ্ছেন। চিরতরে পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের পরিবারগুলো সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। এ সময় রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ ও ভবন ধসের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান।

(ওএস/এটিআর/আগস্ট ২৪, ২০১৪)