আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ। সোমবার দুপুরে নগরীর শেবাচিম হাসপাতালের সামনের বান্দ রোডে অনুষ্ঠিত কর্মসূচিতে সরকারী হাসপাতালের নার্স এবং বিভিন্ন সরকারী-বেসরকারী নাসির্ং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধরা জানান, কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল, পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউভিদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সম্মাননা দেয়া যাবেনা এবং ৫ ফেব্রুয়ারী বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধিনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পুনরায় গ্রহণ করতে হবে। এ দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)