এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : আসন্ন  ১৪ ফ্রেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা চালাচ্ছেন প্রচার প্রচারনা। যাচ্ছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে।

এরই অংশ হিসেবে সোমবার দুপুরে রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসভা করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী।

ওই নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে নৌকার পক্ষে ভোট চেয়েছেন, বাংলাদেশ স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা শেখ সোহেল রানা টিপু। সে সময় মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী, আ:লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, এ্যাডঃ উজীর আলী শেখ, সফিকুল ইসলাম সফি, কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত রাজবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী বলেন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন আমি কথা দিচ্ছি রাজবাড়ী কে মাদকমুক্ত করব এবং উন্নয়নের মহাসড়কে আপনাদেরকে রাখবো।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)