সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনউদ্দিন খন্দকার। 

এতে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া সার্কেলের নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, ওসি কাজী শাহনেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, আশুজিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম জিলানী, সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভূঞা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক রাখাল বিশ্বাস প্রমুখ।

সভায় এক বাক্যে সবাই বলেন ১৬ জানুয়ারী অনুষ্ঠিত ইভিএম পদ্ধতিতে কেন্দুয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানের আগে ইভিএম পদ্ধতির ভোট নিয়ে সাধারন জনমনে যে শংকা দেখা দিয়েছিল সেই শংকা সমূলে উড়িয়ে দিয়ে অনুষ্ঠিত হয় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যা অতীতে কোনদিন কেউ দেখেননি বলেই সভায় মন্তব্য করেন।

সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করা হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে সভার শুরুতে নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ফুলের তোরা দিয়ে বরণ করা হয়।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)