নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া গুনাইহাটী এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে  মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোচালক নিহত ও আরোহী এক বিদেশী প্রকৌশলী (রাশিয়ান নাগরিক) আহত হয়েছে। আহত ওই বিদেশী প্রকৌশলীকে রাজশাহী পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত তৌহিদুল ইসলাম  সাগর (২৭) পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আব্দুর রাজ্জাকের  ছেলে  ও আহত রাশিয়ান  নাগরিকের নাম সারজে ইগারকেন (৪৫)।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ওই বিদেশী প্রকৌশলীকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে পাবনা-বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া গুনাইহাটী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই হতাহতের ঘটনা ঘটে।

(এডিকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২১)