কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে পুলিশে ভর্তি হওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিন শশীদল গ্রামের নায়েব আলীর ছেলে ইমন হোসেন (২১) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিল। যার নাম্বার কং-৪৬৭৬। এদিকে সারাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা তদন্তকালে তার জমাকৃত মুক্তিযোদ্ধা সনদটি জাল প্রমানিত হয়। গোপন সংবাদে তদন্তের খবর জানতে পেরে এরপর থেকেই ইমন হোসেন পলাতক ছিলো। তার বিরুদ্ধে চট্টগ্রাম কোতয়ালী থানায় ২০১৩ সালে জাল সনদ ব্যবহারের কারনে একটি মামলা হয়। মামলা নং-৬৮,তারিখ-১৫/০৯/১৩।
এদিকে মামলার গ্রেপ্তারী পরোয়ানা ব্রাহ্মণপাড়া থানায় এলে গতকাল রবিবার সকালে থানার এএসআই আবদুল কাইয়ুম ও সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকা থেকে ইমন হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
থানার ওসি উত্তম কুমার বড়ুয়া সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
(এইচকেজে/এএস/আগস্ট ২৪, ২০১৪)