ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : আজ বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব  আ ক ম  মোজাম্মেল হক এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করেন।  

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী হাফিজুল আমিন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার ডাক্তার শাহাবুদ্দিন আহসান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুরাদ কবীর, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব মোশাররফ হোসেন জয় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও কালিয়াকৈর পৌর সভার মেয়র পদপ্রার্থী জনাব শিকদার জহিরুল ইসলাম জয়, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপার্থী জনাব তোফাজ্জল হোসেন রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মন্ত্রী মহোদয় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রম উদ্বোধন । এ সময় তিনি সকলকে সচেতন ভাবে টিকা নেওয়ার আহবান জানান এবং সকল প্রকার অপপ্রচার থেকে জনগণকে সচেতন থাকতে অনুরোধ করেন।

এর পর তিনি কালিয়াকৈরে বি আর ডিবি ভবনের সংস্কারকৃত ভবন উদ্বোধন করেন।

(আইএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২১)