আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রেসক্লাব সভাপতি কর্র্তৃক উপজেলা পরিষদের নির্ধারিত মাসিক আইন শৃংখলা সভায় খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উত্থাপনের পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম। 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম উপজেলার গৈলা ইউনিয়নের রথখেলা বাজার এলাকায় আগৈলঝাড়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খাল পাড়ের অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম জানান, স্থানীয় এনজিও পদক্ষেপ এর পরিচালকের পরিচয়ে সংস্থার স্থানীয় ম্যানেজার খাল পাড়ে ওই অবৈধ স্থাপনা নির্মান করার অভিযোগ পেয়েছিলেন। অভিযোগ পেয়ে তাকে পূর্বেই নির্মাণ বন্ধের জন্য বলা হলেও তিনি তা অমান্য করে নির্মান কাজ চালিয়ে যাওয়ায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলেন তিনি।

এর আগে বুধবারের উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভায় আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা উল্লেখিত অবৈধ স্থাপনা অপসারণের জন্য সভার দৃষ্টি আকর্ষণ করেন। ওই সভায় ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সভার সদস্য সচিব ওসি (তদন্ত) মাজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও বিষয়টি দেখবেন জানিয়ে সভা শেষে অভিযান পরিচালনা করেন। অভিযানে ভূমি অফিসের সার্ভেয়ার মাসুদুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা সুমন, তহশীলদার জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২১)