বিনোদন ডেস্ক : একসাথে অভিনয় অভিনয় করতে করতে তারকাদের সাথে তারকাদের কখনো কখনো সম্পর্ক খারাপ আবার কখনো বন্ধুত্ব আরও গাঢ় হতেও দেখা যায়।

আর তেমনটাই হল বাংলাদেশের চলচ্চিত্র জগতের এ প্রজন্মের দুই জনপ্রিয় তারকাও জুটি শুভ-মাহির। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এই দুই তারকার খুনসুটির এক মুহূর্ত এবং এর অন্তরালের গল্প। তবে চলুন জানি এফডিসির ৩ নম্বর স্টুডিওর গ্রিনরুমে কী করছিলেন মাহি-শুভ?

এফডিসির ৩ নম্বর স্টুডিওর গ্রিনরুমে দেখা অভিনেতা শুভ ও মাহিয়া মাহির সঙ্গে। শুভ-মাহি দুজনই মেকআপ নিচ্ছিলেন। শুভর মেকআপ নেওয়া শেষ হলেও মাহির মেকআপ চটজলদি শেষ হচ্ছে না।

‘আরেকটু প্লিজ! আরেকটু’ বলেই চলেছেন মাহি। কিন্তু সেই ‘আরেকটু’ আর ফুরোয় না। ইউনিটকর্মীদের সঙ্গে এবার শুভও অস্থির হয়ে উঠলেন। শুরু হলো নায়ক আর নায়িকার খুনসুটি। খুনসুটির মাঝে আচমকাই মাহিকে চেয়ার থেকে কাঁধে তুলে নিয়ে সেট বরাবর শুভর দে দৌড়! ওদিকে মাহিও মজা করে ‘কে আছো...কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেছেন ফিল্মি স্টাইলে। শুভ-মাহির এই মজার কাণ্ডে চারপাশের লোকজনের মধ্যে তখন হাসির রোল।

(ওএস/এটিআর/আগস্ট ২৪, ২০১৪)