কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সৈকতে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ। রবিবার দুপুরে সৈকতের ঝাউবাগান সংলগ্ন বালুচর থেকে স্থানীয় জেলেরা কচ্ছপটি আটক করে।

প্রায় ২০ কেজি ওজনের কচ্ছপটি সাগর থেকে প্রায় একশ ফুট উপকূলে বালুর মধ্যে ডিম পাড়ার জন্য উঠেছিল বলে জেলেরা ধারনা করছে। সৈকতে কচ্ছপ ওঠার সংবাদ মুহুর্তের মধ্যে কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকসহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে শতশত মানুষ সৈকতে ভীড় করে। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই সঞ্জয় মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে। কচ্ছপটি বিরল প্রজাতির হওয়ায় তাৎক্ষনিক সেটি সাগরে অবমুক্ত করেন।
এদিকে সৈকতের ঝাউ বাগান এলাকায় কচ্ছপ উঠেছে এ সংবাদ পেয়ে অনেক খুটা জেলে জাল ও বড়শি নিয়ে ওইদিন বিকালে সাগরে যাত্রা করেছে। একাধিক জেলে জানান, কচ্ছপরা দলবদ্ধ থাকে। একটি তীড়ে উঠলেও সাগরে আরও কচ্ছপ পাওয়া যেতে পারে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই সঞ্জয় মন্ডল জানান, তার ধারনা বিশাল কচ্ছপটি ডিম পাড়ার জন্য তীড়ে উঠেছিলো। কিন্তু স্থানীয় জেলেরা সেটি আটক করে। কচ্ছপটি বিড়ল প্রজাতির হওয়ায় সাগরে অবমুক্ত করা হয়েছে। সামুদ্রিক বিরল প্রজাতি যাতে কেউ বিনষ্ট করতে কিংবা ধরতে না পারে এজন্য তারা সচেষ্ট আছেন বলে জানান। তারা সৈকতের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছেন।
(এমআরকে/এএস/আগস্ট ২৪, ২০১৪)