চাঁদপুর প্রতিনিধি : রোববার দুপুরে যশোর শহরের পালবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের নির্যাতিত সেই গৃহবধূ হালিমা খাতুনকে(৩২) উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের পর তাকে পুলিশ পাহারায় মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার প্রভাবশালীদের হুমকির মুখে এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই পালিয়ে যান হালিমা।

গত বৃহস্পতিবার হালিমাকে বাঁশে বেঁধে নির্যাতন করেন নাটিমা গ্রামের মাতব্বররা। হালিমার অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গ্রাম্য শালিসে চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়। কেটে দেয়া হয় মাথার চুলও।

এ ঘটনায় শুক্রবার গৃহবধূ হালিমা মামলা করলে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য নবী নেওয়াজ এ বিষয়ে বলেন, 'দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে। তবে কেউ দোষ করলে দেশে প্রচলিত আইন আছে। এভাবে বেঁধে নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়া চরম অপরাধ।'

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ এখলাস উদ্দীন জানান, হালিমার হাত ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

এদিকে মামলা হলেও নির্যাতনকারীরা এখনও কেউ গ্রেফতার হননি। অভিযোগ উঠেছে, আসামিরা গৃহবধূ হালিমাকে চরিত্রহীনা ও চোর হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করছেন এবং মামলা থেকে রেহাই পেতে বিভিন্ন মহলে তদবীর শুরু করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

(ওএস/এটিআর/আগস্ট ২৪, ২০১৪)