রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে হতদরিদ্র ও ঝরেপড়া শিশুদের জন্য বড়দল বিদ্যা নিকেতনের উদ্বোধন করা হয়েছে। বড়দল মধ্যমপাড়ায় শুক্রবার সকালে উক্ত বিদ্যা নিকেতনের উদ্বোধন করেন, ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট-৩২৮ এর সভাপতি নারগিছ জামায়েত।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল জি.এম জামায়েত হোসেন, সংগঠনটির আই.এস.ও সামিনা ইসলাম, সদস্য মাহবুবা জামান, আয়েশা চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য জি.এম আব্দুর রশিদ, সমাজ সেবক জি.এম হারুনার রশিদ প্রমুখ।

এ সময় নারগিছ জামায়েত বলেন, হতদরিদ্র ও ঝরেপড়া শিশুদের জীবনমান উন্নয়নে বড়দল বিদ্যা নিকেতনের উদ্বোধন করা হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২১)