মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে গতকাল রবিবার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেবানন্দ বিশ্বাস জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ১১ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াকুব আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫ শ’ ৮৬ ভোট।

বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন এক শ’ ৫৭ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ১০২ জন পোলিং অফিসারসহ ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, র‌্যাব, বিজিবি সদস্য, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ১০ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ হাজার ৭২৫ জন ও মহিলা ভোটারের ৯ হাজার ৪৬ জন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য আমলসার ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম হিরো বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়। গত ১০ জুলাই এ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।

(ডিএস/এটিআর/আগস্ট ২৪, ২০১৪)