বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপসহ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি, ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গত ৩০ জানুয়ারি ধুনট পৌরসভা নির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষ-বিপক্ষ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক এবং স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান-এর মধ্যে দ্বদ্ব চলমান ছিল। অভিযোগ করা হয় পরাজয়ের নেপথ্যে স্থানীয় সাংসদ গ্রুপের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে। দ্বন্দ্বের ধারাবাহিকতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক স্থানীয় সাংসদ পক্ষের মহসীন আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর হতেই উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক-এর অনুসারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন কয়েকজন নেতাকর্মীসহ উপজেলা পরিষদ সড়কে পৌঁছে। এসময় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান-এর পক্ষের নেতাকর্মীরা তাদের মারধর করে তাড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় আধিপত্য বিস্তার নিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি, রাবার বুলেট নিক্ষেপসহ লাঠি চার্জ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

(আর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২১)