মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোতের কারণে সোমবার সকালেও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রতিটি ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় বেশি লাগছে। এ জন্য সৃষ্টি হয়েছে যানজট।

সরেজমিন গিয়ে দেখা যায়, মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। আর দক্ষিণবঙ্গগামী যাত্রীবাহী বাসকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

এদিকে রবিবার সন্ধ্যা ৭টায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মুন্সীগঞ্জের মাওয়ায় নতুন ফেরিঘাট দিয়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক ফেরিতে লোড-আনলোড শুরু হয়েছে। তিনটি ফেরিঘাট সচল হওয়ায় যানযট কমবে বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

এব্যাপারে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ১৭টি ফেরির মধ্যে পারাপার করছে ১১টি। একটি রো-রো ফেরিসহ মোট ৪টি ফেরির চলাচল বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও দাবি করেন তিনি।

(ওএস/অ/আগস্ট ২৫, ২০১৪)