আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে রোববার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে। পালিত হওয়া বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো- বাইসাইকেল র‌্যালি, মানব শোভাযাত্রা, মানববন্ধন, সভা ও সমাবেশ। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আমতলী প্রেসক্লাব, পিভিএ, এনএসএস’র উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে ‘সুবন্ধি বাঁচলে, বাঁচবে কৃষক’ শ্লোগানে আমতলী উপজেলা শহরে বেলা ১১টায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। আমতলী প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মমতাজ বেগম মিলনায়তনে সভায় মিলিত হয়।

সুন্দরবন দিবসের কর্মসূচীগুলোয় পরিবেশকর্মী, উন্নয়কর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

(এন/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)