আবুল কালাম আজাদ, রাজবাড়ী : অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চতুর্থ ধাপে রাজবাড়ী পৌরসভা নির্বাচন সম্পন্ন হল।  ১৪ ফেব্রুয়ারি রবিবার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নির্বাচন কমিশন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজবাড়ী পৌরসভায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২৬১ জন পুলিশ সদস্য, ১৫৬ জন আনসার সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজবাড়ী পৌরসভায় প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

রাজবাড়ী পৌরসভায় মোট ৪৫০২০ জন ভোটারের মধ্যে ২৬৯৭৩ জন ভোট দেন,যার মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ২৬৮৯২ এবং অবৈধ' ভোটের সংখ্যা ৮১ টি।

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩৪৮ ভোট, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন মিয়া পেয়েছেন ২৬৮৩ ভোট, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর হোসেন তিতু পেয়েছেন ১৫৯০২ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীকে কে,এ রাজ্জাক মেরিন পেয়েছে ৯৫৯ ভোট।

এ নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর হোসেন তিতু তার নিকট তম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী চেয়ে ৮৫৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)