বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচনকে ঘিরে সৃষ্ট ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের নামে মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগ। 

রবিবার (১৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিবৃতি প্রদান করা হয়।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দবৃন্দ হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টি জামান নিকেতা, এ্যাড. মকবুল হোসেন মুকুল, এ্যাড. রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, এ্যাড. জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ।

নেতৃবৃন্দ বিবৃতিতে উক্ত ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

(আর/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)