এমএ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রবিবার গোয়ালন্দ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণণা শেষে রাতে প্রদত্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মন্ডল  মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রয়োগ এই পৌরসভার ৯টা ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীদেরও নাম জানা গেছে। ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিল নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন শেখ, ২ নং ওয়ার্ডে কুটিন, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহিন মল্লা, ৪ নং ওয়ার্ডে মোঃ ফজলুল হক, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ সুজন মোল্লা, ৬ নং ওয়ার্ডে কার্তিক ঘোষ, ৭ নং ওয়ার্ডে খলিলুর রহমান মহন, ৮নং ওয়ার্ডে আলাউদ্দিন মৃধা ৯ নং ওয়ার্ডে নাসির উদ্দিন রনি।

সংরক্ষিত মহিলা আসন কাউন্সিলর পদে যারা বিজয়ী হলেন পৌর ১, ২, ৩ নং সংরক্ষিত আসনে বে-সরকারি ভাবে মাফিয়া আক্তার টপি। ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা আসনে সাহিদা বেগম। ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা আসনে শাহানাজ নির্বাচিত হয়েছে।

রাত ৮ টায় গোয়ালন্দ উপজেলা হলরুমে মেয়রসহ ৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২১)