সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা নদীর পানি এখনো বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি পানিবাহিত নানা রকমের পানিবাহিত রোগের লক্ষণ দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকায় চাহিদামত ত্রান না পৌছায় বানভাসিদের কষ্ট এখনো লাঘব হয়নি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যার পানি উঠায় এবং বন্যাকবলিত মানুষ এসব স্থানে আশ্রয় নেয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

এদিকে বর্ষার পানিতে ডুবে রবিবার বিকেলে চৌহালী উপজেলার ঘৌড়জান ইউপির মুরাদপুর গ্রামের সালাম ফকিরের পুত্র নাহিদ (৩) মারা যায়।

(এসএস/অ/আগস্ট ২৫, ২০১৪)