কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজনের তুলনায় অর্ধেক চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। সেই সঙ্গে শয্যার তুলনায় দিন দিন রোগী বেড়ে চলছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০২ সালে ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। সেই তুলনায় আজ পর্যন্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। আট মাস ধরে এখানে জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ সার্জারি বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ গাইনি বিশেষজ্ঞের মতো চারটি গুরুত্বপূর্ণ পদ শূন্য।

এ ছাড়া কনিষ্ঠ বিশেষজ্ঞ গাইনি, প্যাথলজিস্ট ও জরুরি বিভাগের দুজন চিকিৎসকের পদও শূন্য আছে। হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার জানান, ২৫০ শয্যার হাসপাতালে সঠিকভাবে সেবা দিতে হলে ৮৫ জন চিকিৎসক প্রয়োজন। সেখানে এখন চিকিৎসক আছেন মাত্র ৪৩ জন। এত কম চিকিৎসক নিয়ে মানুষের সেবা দেওয়া দুরূহ। তিনি আরও জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক পত্র দিয়েও কোনো সমাধান হচ্ছে না। জরুরি ভিত্তিতে ১০ জন চিকিৎসক প্রয়োজন।

(কেকে/অ/আগস্ট ২৫, ২০১৪)