স্টাফ রিপোর্টার. রংপুর : পঁচা পেয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করাসহ ক্রেতাদের হয়রানির খবর বিভিন্ন প্রকাশিত হবার পর পত্রিকা অফিসে চিঠি দিয়ে রংপুর হুমকি। টিসিবির এই কর্মকর্তা প্রতাপ চন্দ্রের এই হুমকির প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে রংপুরের সর্বস্তরের সাংবাদিকরা।  প্রেসক্লাব সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য দেন রংপুরের সর্বস্তরের সাংবাদিকরা।

সমাবেশে দৈনিক করতোয়া পত্রিকার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন টিসিবি কর্তৃক পচা পেয়াজ বিক্রি ১০ কেজি পেয়াজ না কিনলে অন্য পন্য বিক্রি না করায় টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রের নির্দেশনা ভোক্তাদের অভিযোগের উপর ভিত্তি করে বিভিন্ন গণ মাধ্যমে কিন্তু খবর প্রকাশিত হবার পর ওই কর্মকর্তা দৈনিক সংবাদ ও করতোয়া পত্রিকা অফিসে চিঠি দিয়ে প্রতিনিধিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা নিয়ে তাকে লিখিত ভাবে জানানোর আদেশ দেন। তার ধৃষ্টতাপুর্ন চিঠি দিয়ে সাংবাদিক সমাজকে অপমানিত করা হয়েছে। সমাবেশে সভাপতির বক্তৃতায় প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু আগামী ৭ দিনের মধ্যে ওই কর্মকর্তাকে রংপুর থেকে প্রত্যাহার করার আলটিমেটাম দিয়ে ঘোষনা দেন অন্যথায় কঠোর কর্মসূচি নেয়া হবে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২১)