গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পারভীন বেগম নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার শৈলাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী ফজলুল হক পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই ফজলুল হক শ্বশুরবাড়ি থাকত। ব্যবসার কথা বলে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ফজলু ঋণ নিয়েছিল। ঋণের টাকা পরিশোধের জন্য শ্বশুর হোসেন আলীকে চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সাথে ফজলুর বিরোধ চলছিল বলে জানায় পুলিশ।

সূত্র আরো জানায়, টাকা না পাওয়ার ক্ষোভে সোমবার ভোরে ফজলুল হক তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। মেয়েকে বাঁচাতে পারভীনের মা এগিয়ে গেলে ফজলু তাকেও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত আনোয়ারা বেগমকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

(ওএস/অ/আগস্ট ২৫, ২০১৪)