মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সোমবার সকালের পত থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পদ্মা নদীতে প্রবল স্রোত ও মাওয়া ৩ নাম্বার ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় দীর্ঘদিন পর সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

গত কয়েক দিন ধরে কাওড়াকান্দি ঘাটে আটকে পড়া পণ্যবাহী ২ শতাধিক ট্রাকসহ অন্যান্য যানবাহন সোমবার সকাল থেকে পারাপার হচ্ছে নির্বিঘ্নে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন মিয়া জানান, সকাল থেকে নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১১টি চলাচল করছে। এর মধ্যে ৩টি রো রো, ৪টি ডাম্প ফেরি, ৩টি কে-টাইপ ফেরি ও ১টি ভিআইপি ফেরি চলাচল করছে। যানবাহনের তেমন কোনো চাপ নেই বলেও জানান তিনি।

তিনি জানান, রবিবার বিকেল পর্যন্ত যে পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে আটকা পড়েছিল তা পারাপার করা হয়েছে। বাকি যানবাহনও দুপুর নাগাদ পারাপার করা সম্ভব হবে।

>>তীব্র স্রোতে নৌযান চলাচল বিঘ্নিত


(ওএস/অ/আগস্ট ২৫, ২০১৪)