এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চর কুশাহাটায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে সুবিধা বঞ্চিত সকল জনগণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমে উল্লেখযোগ্য সেবা সমূহের মধ্যে ছিলো- ০ থেকে ১৫ মাস বয়সী সকল শিশুকে ইপিআই টিকা। ইপিআই কার্যক্রম পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারি মোঃ মোশারফ হোসেন।

অন্যান্য রোগীদের বিভিন্ন চিকিৎসা পরামর্শ প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম। প্যাথলজি সেবার পাশাপাশি গর্ভবতী মহিলাদের পরামর্শ প্রদান করা হয়।

চিকিৎসা সেবায় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ,মোঃ সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন,কাউন্সিলর জিন্নাত রেহেনা, প্যারামেডিক শিহাব মাহমুদ,হারুন অর রশীদ,ফয়জুন নাহার বৃষ্টি,পিয়ার এডুকেটর বেলী বেগম,রুবি,রুমা আক্তার পায়েল,রেহেনা আক্তার প্রমুখ।

উপস্থিত সংবাদ কর্মীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারি মোশারফ হোসেন জানান আমরা প্রতি মাসের ১৮ হতে ২০ তারিখের মাঝামাঝি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ মাহমুদের দিক নির্দেশনায় কুশাহাটায় ইপিআই টিকা কার্যক্রম পরিচালনা করি।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ বলেন আমরা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, উজানচর, দেবগ্রাম, ছোট ভাকলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্যাটেলাইট ক্যাম্পের মাধ্যমে মেডিকেল অফিসারের উপস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ আমরা কুশাহাটায় স্বাস্থ্য সেবা প্রদান করছি। আমরা এখন থেকে প্রতিমাসেই কুশাহাটায় চিকিৎসা ক্যাম্প রাখার চেষ্টা করব।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২১)