সুজানগর (পাবনা) প্রতিনিধি : উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় কমিটির সভাপতি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, সমন্বয় কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, হিসাব রক্ষণ কর্মকর্তা আক্কাস আলী ও সাংবাদিক এম মনিরুজ্জামান প্রমুখ।

সমন্বয় কমিটির সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা পরিক্ষার অত্যাধুনিক প্রযুক্তির মেশিন ও স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগ পরিদর্শন করেন।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২১)