অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক হাওলাদার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা সুলতানা।

উপজেলার ৭নং কাঠালতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিবাসী বীর মুক্তিযোদ্ধা এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল বারেক হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ।

এ সময় পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার এ অংশগ্রহণ করে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা সুলতানা,পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এবং জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, জেলা পরিষদ সদস্য ও কাঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার আহমেদ পনু, কাঠালতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি , সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার শহিদুল আলম তালুকদার মুঠোফোনে জানান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক হাওলাদার এর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২১)