চুয়াডাঙ্গা প্রতিনিধি : ট্রেনে কাটা পড়ে শাওন (২৬) নামে এক পলিটেকনিক কলেজের ছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী নেয়ার পথে শাওন মারা যায়। 

সে কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র। কুষ্টিয়া সদর উপজেলার কাটাখালি মহল্লার মোখলেসুর রহমানের ছেলে শাওন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকার কমলাপুর থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রবিবার দুপুরে চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রাম অতিক্রম করছিলো। এ সময় ট্রেনের দরজা খুলে শাওন বাইরে মাথা বের করলে লাইনের পাশের সিগন্যালপোস্টের সাথে মাথায় ধাক্কা লেগে নিচে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে বিকাল ৬টার দিকে শাওন মারা যায়।

(ওএস/অ/আগস্ট ২৫, ২০১৪)