স্টাফ রিপোর্টার : রাজধানী মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার বটতলা থেকে জাহাঙ্গীর (২৯) ও কাইয়ুম (৩১) নামে দুজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বটতলার লেক ভিউ সোসাইটির ১ নাম্বার রোডের ২১/৫/বি নাম্বার বাড়ির পাশ থেকে রবিবার রাত দেড়টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইলফোন সেট এবং অ্যাপাচি ও ডিসকভার মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধার করা মোবাইলফোনের সূত্র ধরে নিহতদের পরিচয় পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে বলেন, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বলেন, রাত ১১টার দিকে ৪০/৫০ জন সন্ত্রাসী এ হত্যাকাণ্ড চালায়। এ সময় স্থানীয়রা ভয়তে বাইরে আসতে সাহস দেখায়নি।

তিনি আরও বলেন, পাশের একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা থাকলেও তারা কিছুই জানে না বলে আমাদের জানিয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়েছে।

ওসি সালাউদ্দিন খান বলেন, মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে থানায় আনা হয়েছে।

(ওএস/এইচআর/এপ্রিল ২১, ২০১৪)