নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর-শাহাগোলা সড়কটি দীর্ঘদিন যাবত মেরামত না করায় ওই রাস্তাটির এখন বেহালদশা। সংস্কারে প্রয়োজনীয় কোন পদক্ষেপ না নেয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পথচারীদের দুর্ভোগের অন্ত নেই।

ভবানীপুর বাজার থেকে শাহাগোলা রেলষ্টেশন পর্যন্ত সড়কটির কিছু অংশ গত ২বছর আগে সংস্কার করা হলেও বাঁকি প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন যাবত সঙস্কার করা হয়নি। রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার না করায় এ দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং, ইটের খোয়া উঠে অসংখ্য খানা খন্দকে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। এসব খানা-খন্দকে সামান্ন বৃষ্টিপাত হলেই পানি, কাদা জমে লাখো মানুষের দুর্ভোগ পোহাতে হয়।


জানা যায়, এ সড়কদিয়ে প্রতিনিয়ত শত শত ভটভটি, মোটরসাইকেল, রিক্সা-ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। সড়কটি সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে এসব যানবাহন চলাচল করছে। অনেক সময় চালকরা জীবনের ঝুঁকি এড়াতে বিকল্প কাঁচা রাস্তাও ব্যবহার করে থাকে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে বৃষ্টি হলে ওই রাস্তাটিও চলাচলের অযোগ্য হয়ে যায়। শাহাগোলা রেলষ্টেশন ছাড়াও সেখানে একটি কওমী মাদ্রাসা, একটি উচ্চ বিদ্যালয়, একটি পোষ্টঅফিস ও একটি কিন্ডার গার্টেন স্কুলসহ অনেক জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ফলে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে যোগাযোগের ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করতে হয়। শাহাগোলা গ্রামের বিশিষ্ট ধান ব্যবসায়ী আলহাজ শামসুল হক বলেন, আত্রাই উপজেলা ও নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য সড়ক পথে আমাদের এই একই সড়ক ব্যবহার করতে হয়।

বিশেষ করে ধান চাল বিক্রির জন্য শাহাগোলা একটি বিখ্যাত জায়গা। বোরো ধানের মৌসুমে প্রতিদিন শতশত টন ধান এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। ওই সময় এ ধান পরিবহনে আমাদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। পরিবহন সমস্যার কারনে কৃষকরাও ধানের মূল্য তুলনামূলক কম পায়। শাহাগোলা ইউপি চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু বলেন, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হয়েছে। এর পরও সংস্কারের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা। আত্রাই উপজেরা প্রকৌশলী (এলজিইডি) আবু মোহাম্মদ তালুকদার বলেন, সড়কটির সংস্কারে প্রয়োজনীয় পরিমান অর্থ চেয়ে উর্ধতন কর্তৃপক্ষের বরাবর পাঠানো আছে। অনুমোদন সাপেক্ষে কাজটি করা হবে।


(বিএম/এএস/আগস্ট ২৫, ২০১৪)