এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ এক তরুণকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ পৌর জামতলা বাজার প্রধান সড়ক সংলগ্ন ‘মের্সাস মায়ের দোয়া ষ্টীল’ ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। ঐ দিন রাতেই এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত তরুন, গোয়ালন্দ পৌরসভা জুড়ান মোল্লার পাড়ার মো. সিরাজুল হকের ছেলে মো. আল আমিন (২৫)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেওয়ান শামীম খানের নেতৃত্বে গোয়ালন্দ পৌর জামতলা বাজার প্রধান সড়ক সংলগ্ন মের্সাস মায়ের দোয়া ষ্টীল ফার্নিচার দোকানের সামনে থেকে পাঁচ পুড়িয়া হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) সরবরাহ করার সময় তাকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী দীর্ঘদিন ধরে সে হেরোইন সেবনসহ ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২১)