আবুল কালাম আজাদ, রাজবাড়ী : মহান শহীদ ও মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মিনার ‘মুক্তির সোপানে’ জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা প্রশাসনিক কার্যালয়ের কর্মকর্তারা ও জেলার সংসদ সদস্য প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক, ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, আজ রোববার সকালে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়াও ভোর থেকে মুক্তির সোপানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, আইনজীবি ও বিচারকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)