আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়নি অন্যতম রাজনৈতিক দল বিএনপি।

একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এপি’র পক্ষে জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ নেতা আশিক আবদুল্লাহর পক্ষে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস আগেলঝাড়া প্রেসক্লাব সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

তবে অন্যতম রাজনৈতিক দল বিএনপি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেনি। গত কয়েক বছর যাবত এই রাজনৈতিক দলের কোন নেতা-কর্মী শহীদ মিনারের বেদীতে পূর দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে না।

রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্তরে সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এছড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে অস্থায়ীভাবে নির্মান করা শহীদ মিনারে কোমলমতি শিশুদের শ্রদ্ধা নিবেদনের খবর পাওয়া গেছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)