স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গনে রবিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দেযাল পত্রিকা উন্মোচন, ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ  বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের নেতৃত্বে পরিচালিত এসব আনুষ্ঠানিকতায় আরো অংশ নেন ব্রির পরিচালক (গবেষণা) ড. কৃষ্ণপদ হালদার, পরিচালক (প্রশাসন) ড. মো. আবু বকর ছিদ্দিক, সকল বিভাগীয় প্রধান, উর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিগণ।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)