নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের পশ্চিম এজবালিয়া গ্রামে পৃর্ব শত্রুতার জের ধরে ঘরে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগে আদালতে মামলা । 

মামলা সূত্রে জানা যায়, পশ্চিম এজবালিয়া গ্রামের রেজাউল হক (৫৫) পিতা আলহাজ্ব সৈয়দ আহম্মদ এর সাথে দেবী পুরের ফজলের রহমানের পুত্র নুর মোহাম্মদ প্রকাশ বেলাল (৫০) এর সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধের গত ১২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নুর মোহাম্মদ প্রকাশ বেলাল দল বল নিয়ে রেজাউলকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্রে নিয়ে রেজাউল হকের বাড়িতে গিয়ে রেজাউল হককে ডাকাডাকি করে। এ সময় রেজাউল হক দরজা বন্ধ করে ঘরে ঘুমাচ্ছিলো ।

তাদের শোর চিৎকার শুনতে পেয়ে রেজাউল হক জানালা দিয়ে দেখতে পাই নুর মোহাম্মদ সহ তার লোকজন দরজার সামনে দাঁড়িয়ে দরজা খোলার চেষ্টা করছে। তখন রেজাউল হক চিৎকার করলে তারা তার ঘরের সামনে কয়েকটি ককলেট ফাটায় ।

ককলেট এর আওয়াজে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা রেজাউল এর ঘর নির্মানের সামগ্রী রাখা ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায় । পরে রেজাউল ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং এ ঘটনা দেখে যান। আগুনে পুড়ে রেজাউল হকের ২লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় রেজাউল হক বাদী হয়ে বিজ্ঞ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলী আদালত নোয়াখালীতে একটি পিটিশন মামলা করেন। যার নং ১১০/ ২০২১। মামলায় দেবী পুরের নুর মোহাম্মদ প্রকাশ বেলাল, নুর নবী , উভয় পিতা ফজলের রহমান, পশ্চিম এজবালিয়ার নুরনবী পিতা মৃত কালু মিয়া ,উত্তর শুল্যকিয়ার মোঃ রাসেল পিতা নুরুল হুদা সহ ১০/ ১৫ জনকে আসামী করে মামলা করেন।

এ ঘটনার আগে ও রেজাউল হককে বিভিন্ন সময় নুর মোহাম্মদ গংরা প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । হুমকির বিষয়ে গত ৭ ফেব্রুয়ারী সুধারাম মডেল থানায় রেজাউল একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৪৪২ । এ দিকে মামলা করায় রেজাউলকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন । এখন পর্যন্ত কোন আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)