সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। 

দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ফেনী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উৎপল দাস, মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, সোনাগাজী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

এ ছাড়া আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভার আয়োজন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ , মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)