শাহ আলম শাহী, দিনাজপুর : ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা,নাটক,পুরস্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুরের ঐতিহ্যেবাহী সংগঠন রংধনু যুব উন্নয়ন সমবায় সমিতি পালন করলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী রবিবার দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালিস্থ করিমুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে নানা আয়োজন।

ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটক, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অসংখ্য দর্শক শ্রতা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধা অতিথি ছিলেন, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো.এমদাদ সরকার। করিমুল্ল্যাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো.মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম শাহী, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মো.রবিউল ইসলাম সোহাগ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আকবর আলী।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, মনতেকুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য গুলজার হোসেন, নইমুল ইসলাম, রংধনু যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মিনারুল ইসলাম মিনার সহ অন্যরা বক্তব্য রাখেন।
পরে অনুষ্ঠিত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক "গোপন কথা ফাঁস। "

মুক্তিযুদ্ধের চেতনায় এই নাটকটির রচনা করেছেন, মো. ফারুক হোসেন এবং পরিচালনায় ছিলেন,উদীয়মান নাট্যপরিচালক মো.নুরুজ্জামান সরকার।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিগন্ত শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, বিশিষ্ট উপস্থাপক পিন্টু।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২১)