নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ। 

সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল এক বিবৃতিতে বলেছেন, ‘এই হত্যার দায় কার? সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে কী জবাব দেবে সরকার। তার পরিবারকে কী বলে সান্তনা দেয়া হবে।’

তারা বলেন, ‘অশান্ত হয়ে ওঠা কোম্পানীগঞ্জে বিবাদমান দুই পক্ষের অপরাজনীতির নির্মম বলি হয়েছেন তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ওই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই।

তারা বলেন, ‘সারাদেশে এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অপরাজনীতির শিকার হয়ে নিহত ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’

তারা আরও বলেন, ‘সাংবাদিক হত্যার ঘটনা আতঙ্কের। হত্যার পর বিচার না হওয়াটা উদ্বেগের। হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে। নাহলে এই অবস্থার পরিবর্তন হবে না।’


(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)