স্টাফ রিপোর্টার : চলতি বছরের জানুয়ারি মাসে দিনাজপুর জেলায় সংঘঠিত চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলামকে (৪৯) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব-২ এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারে জনৈক লিটনের রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি শফিকুল ইসলাম ইতোপূর্বে দুই বিবাহ করে (১ম স্ত্রী মোছাঃ সাজেদা খাতুন (৩৯) ও ২য় স্ত্রী মোছাঃ মিনা ইয়াছমিন বিথী (৪০)। শফিকুলের ২য় স্ত্রী মিনার সাথে মৃত সুমনের পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল, যার জেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামী শফিকুল সুমনকে গাঁজা ও চোলাইমদ খাইয়ে বেহুশ করে গলায় মাফলার পেচিঁয়ে হত্যা করে। জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের সর্ম্পকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যার ভিত্তিতে পরবর্তী আভিযানিক তৎপরতা চলমান।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)