আশরাফুল ইসলাম, গাইবান্ধা : জমির কাজে রাষ্ট্রীয় অর্থ ভুর্তকি দিয়ে আনা ট্রাক্টর । অবৈধভাবে চলছে অবৈধ চালক হাতে বেপরোয়া আজ তারা সড়ক মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা । এতে হচ্ছে অঙ্গহানি ও প্রানহানি নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এই ধারাবাহিকতায় আবারো গাইবান্ধায়  ট্রাক্টর উল্টে মতিন নামের একজন ট্রাক্টর চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার বাদিয়াখালী সাধুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মতিয়ার রহমান মতিন (২৫) সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর (মাঠপাড়া) গ্রামের ছকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিন ট্রাক্টর চালিয়ে ভরতখালির দিকে যাচ্ছিলেন। সে বাদিয়াখালী সাধুর রাস্তা নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচের একটি ডোবায় উল্টে যায়। এতে ট্রাক্টরের চাপায় চালক মতিন মারা যায়।

বাদিয়াখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল বলেন, এ দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে তারা আসলে বিস্তারিত জানা যাবে ।

উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ট্রাক্টর গুলোর বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটায় গত কয়েক দিন হলো জেলা জুড়ে সড়ক মহাসড়কে ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রন করার চেষ্টা চলমান রেখেছে জেলা পুলিশ। এরপরে থামানো যাচ্ছেনা সড়ক মহাসড়কে দূর্ঘটনা । জেলার সর্বস্তরের মানুষ দূর্ঘটনা রোধে এসব অবৈধ যানবাহন বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনী হস্তক্ষেপ কামনা করেছেন।

(এ/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)