রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে সচেতনতা তৈরিতে জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ভূমিকা ও তাদের স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে চলমান প্রকল্পের সহযোগিতা ছাড়াই মেয়াদ শেষে এটি কার্যকর রাখার উদ্দেশ্য ব্যক্ত করা হয়।

ইউএনডিপির বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত নির্বাহী হাকিম মোছাঃ নাসরিন পারভীন, সিভিল সার্জন চিকিৎসক প্রনয় কান্তি দাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্পের জেলা সহায়ক মালিক শামীম আখতার।

সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালত সক্রিয়ভাবে পরিচালনার কৌশল ও অঙ্গীকার ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)