রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দৈনিক সমাচার এর নোয়াখালীর কোম্পানিগঞ্জ প্রতিনিধি বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম ও রাজারহাটে পৃতক পৃথক স্থানে সাংবদিকদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদ কর্মীরা অংশ নেয়।

সংবাদ কর্মীরা মানববন্ধনের মাধ্যমে সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টন্তমুলক শাস্তি ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সোহেল রানা, দৈনিক কুড়িগ্রাম সম্পাদক এস.এম ছানালাল বকসী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির নোয়াখালির চাপরাশির হাট বাজারে আওয়ামীলীগের দু’ গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মৃত্যু বরণ করেন।

অপরদিকে রাজারহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বিএমএসএফ রাজারহাট শাখার সভাপতি আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিএমএসএফ এর রাজারহাট শাখার সহসভাপতি এম. আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মন্ডল এটম, সদস্য রমেশ চন্দ্র, আসাদুজ্জামান এইম রতন প্রমূখ।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)