কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার রবার বাগান এলাকায় পুলিশ ও ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় এক ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এএসআই মিল্টন দে। এ সময় দুইটি বন্দুক উদ্ধার হয়েছে।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার-নাইক্ষ্যংছড়ি সড়কের রামুর রবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পুলিশের এএসআই মিল্টন দে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পনে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

রামু থানার ওসি আপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। এতে এএসআই মিল্টন দে গুরুতর আহত হয়েছে। একই সঙ্গে আরো ২ জন কনস্টেবল সামান্য আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হলেও তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে।

রাত সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ডাকাত মারা গেছে। এএসআই মিল্টন দে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবলকে চিকিৎসা দেয়া হয়েছে।

(টিটি/এইচআর/এপ্রিল ২১, ২০১৪)