সঞ্জীব  কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা দক্ষিণ খামের গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার কে মাথা গোঁজার ঠাঁই করে দিল উপজেলা প্রশাশন।

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি‘র নির্দেশে, উপজেলা প্রশাসন, স্থানীয় সামাজিক সংঘের সহযোগিতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফজর আলী ও তার ছেলে মুজিবুর রহমান পেল নতুন ঘড়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ খামের গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ঘর বুঝিয়ে দেয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায়দের হাতে ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা । এসময় উপস্থিত ছিলেন দক্ষিণখামের সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের সদস্য মতিউর রহমান, মানছুর, জাহিদ হাসান, শরীফ হোসেন, সাখাওয়াত হোসেন, আল-আমিন মোড়ল সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য থাকে যে গত ৪ জানুয়ারি অগ্নিকান্ডে ফজর আলী ও মজিবুরের বসতভিটা বাড়ীঘর সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)