নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহনাজ বেগম, সমাজ সেবার উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সিভিল সার্জন অফিসের ডা. আশীষ কুমার সরকারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগন।

বক্তাগণ বিচার ব্যবস্থাকে তৃণমুল জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে সরকারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২১)