নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর এলাকা থেকে সোমবার দুপুরে জলদস্যুরা দুটি মাছ ধরার ট্রলার ডাকাতি করে। ডাকাতদের গুলিতে এমভি রুনা ট্রলারের মাঝি মাল্লা ও জেলেসহ ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসময় দস্যুরা এমভি মায়ের দোয়া-২ নামে একটি ট্রলার মাঝি মাল্লাসহ অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, সোমবার দুপুরে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের জাগলার ঘাটে ফিরে আসার সময় ডাকাতরা জেলেদের উপর এলোপাথাড়ি গুলি বর্ষন করে। এ সময় ডাকাতদের গুলিতে ৭ মাঝি মাল্লা গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ আহত ৭ মাঝি মাল্লা হলেন, সোনাদিয়া ইউনিয়নের মো। মহিউদ্দিন (৪০), মো। নুরুল ইসলাম (৪৫), মো. আফছার উদ্দিন (২৪), মো. এমালক সেরাং (৪৫), জাহাজমারা ইউনিয়নের মো। নুর আলম, (৪৫) মো. শামীম (১৮)।

অপহৃত মাঝি মাল্লাদের পরিচয় জানা যায়নি।
এ ব্যপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো। ফজলে রাব্বী বলেন ঘটনাস্থল নিঝুম দ্বীপ থেকে প্রায় ২০০ কি। মি। দক্ষিনে বঙ্গোপসাগর এলাকায়। তাই অপহৃত জেলেদের উদ্ধারে বিলম্ব হচ্ছে।

(জেএইচবি/এএস/আগস্ট ২৫, ২০১৪)