ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো দুই জন। 

ঝিনাইদহ সদর উপজেলার সুতিদুর্গাপুর ও কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক বিশ্বাস (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০) ও সদর উপজেলার সুতি গ্রামের রবিন দাসের ছিলে চন্দন দাস (৫)।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে নিহত সৌভিক বিশ্বাস মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। তিনি পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে কালীগঞ্জগামী একটি বাস ক্রসের সময় বাসের পেছন থেকে আরেকটি মোটরসাইকেল বাসটিকে অভারটেকিং করতে যায়। ফলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ওই দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সৌভিকের মৃত্যু ঘটে।

আহত চার মোটরসাইকেল আরোহীর মধ্যে সোহেল ও আকরাম শুক্রবার রাতে যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে সদরের মধুহাটী ইউনিয়নের সুতি গ্রামে রাস্তার পাশে খেলা করছিল চন্দন দাস। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে শিশু চন্দন আহত হয়। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুক্রবার চন্দন মারা যায়। বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)