দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দিতে মরা কুমার নদে ভাঙনে ১৭ বসত ভিটা  বিলীন, ভাঙনের সম্মুখীন হাজারো বসত ভিটা।

শনিবার সরেজমিনে দেখা যায় কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি মৌজায় পশ্চিম পাড়ায় ১৭টি বসতভিটাসহ অসংখ্য গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পার্শবর্তী গ্রামের নদী পাড়ের অসংখ্য ঘরবাড়ি ও মন্দির নদী ভাঙ্গনে বিলীন এর সম্মুখীন কোনো রকম বৃষ্টি হলেই ভেঙে পড়বে নদীপাড়ের হাজার হাজার বাড়িঘর ।

ক্ষতিগ্রস্থ স্থানীয় সোহেল হোসেন, শাহাদাৎ হোসেন, ও মোস্তাক মাতুব্বর এর সাথে কথা বলে জানা যায় নদীর সংস্ককারের সময় নদী কাটা মাটি দিয়ে পার না বেধে তা বিক্রি করা হয় এবং কিছু অসাধূ বালু বিক্রেতা নদীতে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রয়ের কারনে এ ভাঙ্গন শুরু হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে লিখিত আবেদন করা হলে দ্রুত ব্যাবস্থা গ্রহণের কথা বলা হলেও এখানো কোন কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগণ।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)