পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার রাত সাড় ৯টার দিকে এই চামড়াগুলো উদ্ধার করে তারা।

বিসিজি পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার‌ সাংবাদিকদের জানান, নির্ভরযোগ্য সূত্রের খবরে টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি বস্তা থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করি আমরা। এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চামড়াগুলো রাতেই বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২১)