স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নাগরিক কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক সিকদার বলেছেন, ‘দুর্নীতি আর দুর্নীতিবাজদের কারণে স্বাধীনতা সুফল এখনও বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি। এই সুবর্ণজয়ন্তীতে শপথ নিতে হবে দুর্নীতি ও দুবৃর্ত্তায়ন মুক্ত স্বদেশ প্রতিষ্ঠার।’

সোমবার (১ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ নাগরিক কমিটি কর্তৃক পুষ্পস্তবক অর্পণের পর এক টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি।

মঞ্জুরুল হক বলেন, ‘স্বাধীনতার জন্য অত চড়া দাম পৃথিবীর অতি অল্প জাতিই দিয়েছে। রক্তে কেনা এই বাংলাদেশ দুর্নীতিবাজদের কারণে ব্যর্থ হতে পারে না। দুর্নীতির থাবা কখনোই পিছু ছাড়েনি বাংলাদেশের। দুর্নীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে।’

টেলিকনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী কৃষক মো. মহসিন ভুইয়া, এনডিপি ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, নারী নেত্রী খালেদা ফেরদৌস, কাজী শাহনাজ মিনু, মানবাধিকার সংগঠক পারভেজ হোসেন বাবু প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ০১, ২০২১)